চট্টগ্রাম ব্যুরো : নগরীতে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে পাকড়াও করেছে গোয়েন্দা পুলিশ। খুলশী থানার আমবাগান এলাকায় গতকাল (সোমবার) ভোরে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, শেখ ফরিদ (৩৫) ও মোঃ ইউসুফ (৩৪) তাদের কাছ থেকে গত ২১ ফেব্রæয়ারি সকালে ছিনতাই হওয়া এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ব্রিটিশ শিক্ষকের ক্যামেরা, ট্যাবসহ মূল্যবান মালামাল উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির বলেন, খুলশী থানার আমবাগান এলাকার পূবালী মাঠের পাশে রেল লাইনের কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে। রাতে আমাদের কাছে সংবাদ আসে, রেল লাইনের ধারে একটি জুয়ার আসরে বসেছে একদল ছিনতাইকারী। সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও শেখ ফরিদ ও মোঃ ইউসুফ নামে দুই ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা ব্রিটিশ নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের কথা স্বীকার করে। তাদের বক্তব্যের ভিত্তিতে কদমতলী এলাকায় ফরিদের বাসা থেকে ক্যামেরাটি উদ্ধার করা হয়। চট্টগ্রামের এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির রাইটিং সেন্টারের পরিচালক ব্রিটিশ নাগরিক জুলিয়া ডেভিস গত ২১ ফেব্রæয়ারি তার বাবাকে নিয়ে রিকশায় ঘুরতে বের হয়ে জাকির হোসেন রোডে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার ক্যামেরাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় গত শনিবার টাইগার পাস এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছিল। গতকাল আরও দুইজনকে গ্রেফতার করার পর জুলিয়া ডেভিসের ক্যামেরা উদ্ধারের খবর দিল পুলিশ। পুলিশ জানায়, গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ কামরুজ্জামান ও দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি কিরিচ, একটি দেশি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন