টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী লেগুনা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার সকাল ৮টার দিকে পুরাতন থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ধনবাড়ী ফায়ারসার্ভিস আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ধনবাড়ী ফায়ারসার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কালাম বলেন, আজ বুধবার সকাল ৮টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি উপজেলার পুরাতন থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি যানবাহনের ৪ নারী যাত্রী ও ৪ পুরুষ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মধুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন