রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে উপজেলার ছয়টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পাটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির ১জন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৬ জন। অপরদিকে অব্যাহত সন্ত্রাস, হুমকি, কেন্দ্র দখল ও কারচুপির মাধ্যমে নীলনক্সার নির্বাচন করার পাঁয়তারা করছে ক্ষমতাসীনরা এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভেড়ামারা উপজেলা বিএনপি। এ উপজেলার ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়ন প্রদান করেন। এর মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। প্রত্যাহারকারীরা হলেন- ধরমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আরমান হোসেন, বাহিরচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকিরুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী বুলবুল আবু সাঈদের ভাই বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম শ্যামল। বর্তমানে যারা প্রতিদ্ব›িদ্বতা করছেন এরা হলেন বাহাদুরপুর ইউপি থেকে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক সোহেল রানা পবন, বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি আশিকুর রহমান ছবি, বিএনপি উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী টুকু, ওয়ার্কার্স পাটির আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী জাকিরুল ইসলাম। মোকারিমপুর ইউপি থেকে ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সামাদ, কুষ্টিয়া জেলা জাসদের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু, মোকারিমপুর ইউপিতে ইউনিয়ন শাখা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ। বাহিরচর ইউপি থেকে বর্তমান চেয়ারম্যান ও মরহুম আবু বক্কার সিদ্দীকির স্ত্রী রওশন আরা সিদ্দিকী, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বাহিরচর ইউপিতে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম, জাকির হোসেন, তাইজুল ইসলাম, জহুরুল ইসলাম ও হারুন আর রশিদ। চাঁদগ্রাম ইউপি থেকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রাক্তন চেয়ারম্যান আবুল হোসেন, ভেড়ামারা উপজেলা যুব জোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপন, চাঁদগ্রাম ইউপিতে বর্তমান চেয়ারম্যান, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জানবার হোসেন, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন। ধরমপুর ইউপি থেকে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু, কুষ্টিয়া জেলা জাসদের অন্যতম নেতা আয়ুব হোসেন, ধরমপুর ইউপিতে ইউনিয়ন শাখার নেতা আসাদুজ্জামান মিঠু, জাতীয় পার্টি নেতা হাজী আমির হোসেন, শামছুল হক। জুনিয়াদহ ইউপি থেকে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শওকত, জুনিয়াদহ ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান হাসান, আব্দুল বারী ও রেজাওয়ানুল হক। অপরদিকে অব্যাহত সন্ত্রাস, হুমকি, কেন্দ্র দখল ও কারচুপির মাধ্যমে নীলনক্সার নির্বাচন করার পাঁয়তারা করছে ক্ষমতাসীনরা এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভেড়ামারা উপজেলা বিএনপি। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে ভেড়ামারায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের বক্তব্যে ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি বলেন, প্রথম দফার নির্বাচনেও নজিরবিহীন কারচুপি হয়েছে। ভোট কেটে ও ভৌতিক ভোটের সাহায্যে ক্ষমতাসীনরা চেয়ারম্যান ভাগাভাগি করে নিয়েছে তারা। আজকের ভোটকে কেন্দ্র করে ভেড়ামারার ৬ ইউনিয়নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাসদের লোকজন বিএনপির প্রার্থীদের ঠিক মতো মাঠে নামতে দিচ্ছেন না। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। কোন অবস্থাতেই এখানে ভোট সুষ্ঠু হবে না বলে দাবি করে তিনি বলেন, এসব নিয়ে নির্বাচন কমিশন বা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি। এসময় কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান এড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলামসহ দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বিনা প্রতিদ্ব›িদ্বতায় মেম্বার নির্বাচিত : কুষ্টিয়ার ভেড়ামারায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শাহিন আক্তার শান্তি নামে এক প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় মেম্বার নির্বাচিত হয়েছেন। উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দু’জন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মো. আবু দাউদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে দ্বিতীয়বারের মতো শাহিন আক্তার শান্তি সদস্য হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন