আমিনুল হক, মীরসরাই (চট্টগ্রাম) থেকে : মীরসরাই উপজেলায় আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই ধাপে এখানকার ১৬টি ইউনিয়নের মধ্যে ৯টিতে ভোট অনুষ্ঠিত হবে। অনেকটা আমেজবিহীন এই নির্বাচনে বিএনপি অংশ নিলেও দলের কোন পর্যায়ের নেতাকর্মী বা নির্বাচনী এজেন্ট কাউকেই মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এই বিষয়ে বিএনপি নেতারা বলছেন, প্রাণের ভয়ে আমাদের কর্মীরা মাঠে কাজ করতে অপারগতা প্রকাশ করছে। আর তাই আজ অনেকটা নিরুত্তাপ ও সংঘাতবিহীন শান্তিপূর্ণ ভোট হবে বলে ধারণা করছেন সকলে। আবার আ.লীগ নেতাগণ বলছেন, আমরা তো কাউকে কোন প্রকার বাধা দেইনি। আমরা তো দেখছি বিএনপি প্রচার-প্রচারণা করেই মাঠে আছে। তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করে কিনা সেই আশঙ্কায় এখন থেকে ভয়ে থাকলে এটি তাদের নিজস্ব বিষয়। উপজেলা বিএনপির আহŸায়ক নুুরুল আমিন বলেন, ‘ভোট সুষ্ঠু হওয়ার কোন পরিবেশ নেই তাই আমাদের প্রার্থী ও নেতাকর্মী সকলেই আতঙ্কে রয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনী এলাকাগুলো এখন থেকেই সরকার সমর্থিত বহিরাগত লোকজনদের দখলে ইতোমধ্যে চলে গেছে।’ তবে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির বলেন, এমন অভিযোগ ভিত্তিহীন, কোন ইউনিয়নে কোন কেন্দ্র দখল হয়েছে তা তিনি সুষ্পষ্টভাবে জানালেও প্রশাসন লাগবে না আমরা নিজেরাই দলের নেতাকর্মীদের শায়েস্তা করবো। এদিকে মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহম্মদ জানিয়েছেন, এ দফায় ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকার মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৭৩৮ জন। তারমধ্যে পুরুষ ৭৬ হাজার ৪৭৪ জন, মহিলা ৭৫ হাজার ২৬৪ জন। এখানে চেয়ারম্যান পদে আ.লীগের ৯ জন, বিএনপির ৯ জন এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এছাড়া নির্বাচনী এলাকার মোট ৮১টি সাধারণ ওয়ার্ডে ১৮২ জন সদস্য পদপ্রার্থী এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৫৭ জন সদস্য পদপ্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচন অফিস জানায়, এবার ৮১টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তারমধ্যে অস্থায়ী কেন্দ্র রয়েছে ৪টি। ভোটগ্রহণের জন্য কক্ষ (বুথ) রয়েছে ৩৭১টি। রিটার্নিং অফিসার মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ‘নির্বাচনের সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ৯টি ইউনিয়নে মোট ৮১ জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।’ চেয়ারম্যান পদে যারা লড়ছেন : উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে লড়ছেন নাছির উদ্দিন হারুন, বিএনপি থেকে মোঃ ইউসুফ জমিদার। ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মকছুদ আহম্মেদ চৌধুরী, বিএনপির মাওলানা জমির উদ্দিন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আ.লীগের জিএম শহীদ। ৪ নম্বর ধূম ইউনিয়নে আ.লীগের জাহাঙ্গীর ভূঁইয়া, বিএনপি থেকে হাবীব উল্ল্যাহ্। ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নে আ.লীগের মফিজুল হক মাস্টার, বিএনপির মহসিন সম্রাট। ৬ নম্বর ইছাখালী ইউনিয়নে আ.লীগের নুরুল মোস্তফা, বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান নুরুল আবছার। ৭ নম্বর কাটাছরা ইউনিয়নে আ.লীগের রেজাউল করিম হুমায়ন, বিএনপির শহীদ আহম্মদ, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাওলানা শহীদুল ইসলাম। ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নে আ.লীগের আবু সুফিয়ান বিপ্লব, বিএনপির অধ্যাপক সেলিম নিজামী। ৯ নম্বর সদর ইউনিয়নে আ.লীগের আলহাজ এমরান উদ্দিন, বিএনপির মফিজ উদ্দিন। ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নে আ.লীগের কামরুল হায়দার চৌধুরী, বিএনপির বদরুদ্দৌজা চৌধুরী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন