বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

গোলাগুলি অব্যাহত থাকায় কাশ্মীরে সতর্কতা জারি

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনা অব্যাহত রয়েছে। নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে গত বুধবার দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতরকে উদ্ধৃত করে ভারতীয় জি নিউজ জানিয়েছে, ভারতীয় বাহিনীর গুলিতে ওই দুই সেনা নিহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। এদিকে হিন্দুস্থান টাইমস ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক হামলার অভিযোগ তুলেছে ভারত। দুই দেশই পরস্পরকে যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, সেখানকার উত্তেজনা অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার সকাল পর্যন্ত চলমান গোলাগুলির কারণে জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ২০টিরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কাছাকাছি অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে মানুষ। বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে আলোচনায় বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেন, বুধবার কোনরকম পূর্বলক্ষণ ছাড়াই গুলি শুরু করে ভারতীয় বাহিনী। তাদের গুলিতেই দুই সেনা নিহত হন। তাদের নাম সিপাহি মুনির চৌহান ও সিপাহি আমির হোসেন। পাকিস্তানের দাবি অনুযায়ী, সে দেশের সেনারাও গুলি শুরু করে এবং ভারতীয় ঘাঁটির ব্যাপক ক্ষয়সাধন করে। এপি, জি নিউজ, এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন