বিশেষ সংবাদদাতা : রাজধানীর আরামবাগের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মোশাররফ হোসেন (৫০)। মতিঝিল থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আরামবাগের বি ভান্ডার নামের হোটেলের ৯ নম্বর কক্ষ থেকে মোশাররফের লাশ উদ্ধার করা হয়।
তিনি গত ২৮ ফেব্রুয়ারি ওই হোটেলে ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগের কারণেই তার মৃত্যু হতে পারে। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। মৃত মো. মোশাররফ হোসেন সাতক্ষীরার কালীগঞ্জ থানার কাকশিয়ালী গ্রামের মাদার গাজীর ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন