শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

হোলি উৎসবে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১১:১৪ এএম

রাজধানীর শাঁখারী বাজারে হোলি উৎসবে কলেজছাত্র রণককে (১৭) ছুরিকাঘাত করে খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৫ মার্চ) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, হোলি উৎসবে কলেজছাত্র খুনের রহস্য উদঘাটন করা হয়েছে এবং জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
গত ১ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে পুরান ঢাকার শাঁখারী বাজারে রণককে খুন করা হয়। মৃত রণক কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকার মো. শহিদ মিয়ার ছেলে। সে আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলো।

সে সময় রণকের বন্ধু মাসুম জানায়, রণকসহ তারা চার বন্ধু হলি উৎসব দেখতে পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকায় যায়। সেখানে কয়েকজন যুবক রণককে ছুরিকাঘাত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন