শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লালমোহনে চেক বিতরণ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা : ভোলার লালমোহন উপজেলার এলজিইডির আরইআরএমপি-২ প্রকল্পের মেয়াদান্তে লালমোহন উপজেলার রক্ষণাবেক্ষণ কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়।
ভোলা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, যখনই আ.লীগ সরকার ক্ষমতায় থাকে তখনই দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়। বিশেষ করে নারীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর নারী কল্যাণে অনেক প্রকল্প নিয়ে কাজ করছেন। এ প্রকল্প তারই অংশ। তাই আপনারা আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আ.লীগ জয়জুক্ত করবেন। আ.লীগ সরকার ক্ষমতায় আসলে আপনাদের আরো উন্নয়ন হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়াম্যান ফকরুল আলম হাওলাদার, সহকারী প্রকৌশলী নির্মল কুমার কুÐু, উপজেলা প্রকৌশলী মো. ফোরকান সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, উপ সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান। ৯টি ইউনিয়নে মোট ৯০ জনের প্রত্যেককে ৩৬ হাজার ৮৬৫ টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ ফোরকান সিকদার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন