সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এসিড নিক্ষেপে স্বামীর যাবজ্জীবন

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে স্ত্রী হেলেনা খানমের ওপর যৌতুকের দাবিতে নির্যাতন ও এসিড নিক্ষেপের মামলায় স্বামী এমদাদুল হক সাগরকে (৩০) যাবজ্জীবন কারাদÐাদেশ দিয়েছেন আদালত। ৫ মার্চ বিকেলে অতিরিক্ত জেলা ও দারা জজ সানা মোহাম্মদ মারুফ হোসাইন এ আদেশ দেন। এ মামলা হেলেনা খানমের শ্বশুর আয়ুব হোসেন, শাশুড়ি রোকেয়া বেগম ও ননদ সুমি খানমকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের এমদাদুল হক সাগরের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হেলেনা খানমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে হেলেনার ওপর নির্যাতন করত স্বামী সাগরসহ শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১০ জুন হেলেনাকে নির্যাতন করে তার ওপর এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় স্বামী সাগরসহ শ্বশুর আইয়ুব, শাশুড়ি রোকেয়া ও ননদ সুমিকে আসামি করে হেলেনার বাবা হাবিবুর রহমান লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। ৩২ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন