সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বেনাপোলে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বকুল মাহবুবের বাড়িতে ডাকাতির ঘটনায় আসামি আটক না হওয়ায় বেনাপোলে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা গতকাল দুপুরে বেনাপোল কাস্টম হাউসের সামনে মানববন্ধন কর্মসূচি ও সাংবাদিক সমাবেশ করেছেন। মানববন্ধনে স্থানীয় সকল সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। সাংবাদিক নেতারা এসময় বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ডাকাতদের আটক করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে আগামী ১২ মার্চ হতে সাংবাদিকরা কলম বিরতি পালন করবেন। মানববন্ধন শেষে প্রেসক্লাবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বকুল মাহবুব, জামাল হোসেন, সাজেদুর রহমান, রাশেদুর রহমান, কাজিম উদ্দিন, আজিজুল ইসলাম, এনামুল হক, কামাল হোসেন, শিশির কুমার, শেখ নাছির উদ্দিন ও জহির উদ্দিন রিপন।
উল্লেখ্য, ১০-১৫ জনের একদল ডাকাত শনিবার গভীর রাতে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর সাংবাদিক বকুল মাহবুবের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বকুল মাহবুব, তার স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা থেকে ২৯ ভরি সোনা ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। গত দুই দিনেও পুলিশ ডাকাতির ঘটনায় কোনো আসামি আটক করতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন