সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাউজানে আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসায় ২ দিনব্যাপী সালানা জলসা

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাউজানের নোয়াপাড়ায় আল­ামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদরাসার দুই দিনব্যাপী সালানা জলসা গত সোমবার রাতে সমাপ্ত হয়েছে। মাহাফিলের প্রথম দিন মাদরাসার উপদেষ্টা আবুল বশর বাবুলের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা আল­ামা কাজী মাহমুদুল হক আল-কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ আমিনুল হক আল কাদেরী। তকরির করেন ছিপাতলী কামিল মাদরাসার প্রধান মুফাচ্ছির আল­ামা গাজী শফিউল আলম নেজামী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি ডা. মুহাম্মদ ইউনুছ মিয়া। মুহাম্মদ আবু সৈয়দ এর সঞ্চালনায় তাকরীর করেন, হজরতুলহাজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন হোসাইনি, কদুরখিল ইসলামি ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ আইয়ুব কাদেরী, আলহাজ মাওলানা আজিজুল রহমান আল কাদেরী, আলহাজ মাওলানা কাজী রুহুল আমিন নেজামী, মালানা আজিজুল হক আল কাদেরী। অতিথি ছিলেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম, তফসির আহাম্মদ বাবুল। ৫ র্মাচ সোমবার মাহাফিলের দ্বিতীয় দিন সভাপতিত্ব করেন, মাদরাসার প্রতিষ্ঠাতা আল­ামা কাজী মাহমুদুল হক আল-কাদেরী। প্রধান অতিথি তাকরির করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্ল­াহ, খতিব হজরতুলহাজ মাওলানা নুর মোহাম্মদ ছিদ্দিকী, হজরতুলহাজ মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী, বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা এস এম আইয়ুব বদরী, আল­ামা আজিজুর রহমান আল-কাদেরী, মাওলানা জিল­ুর রশিদ ফারুকী। অতিথি ছিলেন আলহাজ ইসলাম বাবুল, আলহাজ এম আবুল ফয়েজ, আলহাজ আব্দুস সালাম, মোস্তাহারুল হাসান চৌধুরী, ডা, মফিজুর রহমান, আলহাজ নাছির উদ্দিন, আলহাজ মুসা মেম্বার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন