ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের কম্পিউটার ল্যাবে আকস্মিক অগ্নিকা-ে ২টি কম্পিউটার ১ প্রিন্টার ও আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কম্পিউটার ল্যাবের বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়ে গোটা কক্ষে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কু-লী দেখে পার্শ্ববতী বকুল তলা বাজারের লোকজন কক্ষের দরজা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রকাশিত সংবাদ প্রসঙ্গ ও
প্রতিবেদকের বক্তব্য
গত ১৫ জানুয়ারি দৈনিক ইনকিলাবে ‘বিদ্যালয়ের গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত রাজিয়া তান মার্জিয়া। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, অসত্য ও তথ্যভিত্তিক নয়। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য প্রতিবেদনটি করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
দিয়াপাড়া এলাকার রহমত উল্লাহসহ ৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন যার আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজেস্ব কোন বক্তব্য উপস্থাপন করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন