বগুড়া অফিস : আলোচনা ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ে দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার বগুড়ায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। প্রশিক্ষণের শেষ দিনে দুপুরে বগুড়া সার্কিট আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি গণমাধ্যম বিশেষজ্ঞ ড. প্রদীপ পান্ডে এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, প্রদীপ ভট্টাচার্য্য শঙ্কর ও চপল সাহা। প্রশিক্ষণ কর্মসূচিতে সমন্বয়কারীর ভূমিকা পালন করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান। ২৯ ও ৩০ মার্চব্যাপী দু’দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে বগুড়ার ৩৫ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন