চট্টগ্রাম ব্যুরো : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা করার ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। গতকাল (শুক্রবার) নগর বিএনপির দলীয় কার্যালয় নগরীর নসিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিএনপি নেতারা লালদিঘী ময়দানে জনসভার অনুমতি পাবেন বলে আশা করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এতে নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মাহাবুবুর রহমান শামীমসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা অভিযোগ করেন, ৮ ফেব্রয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন চট্টগ্রামে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পুলিশ নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ দলের ১৯ নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির পাশাপাশি চট্টগ্রামে বিএনপির গ্রেফতারকৃত সকল নেতা কর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানান তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন