শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আল্লাহ ও রাসূলের (সাঃ) সন্তুষ্টি অর্জনে আউলিয়াদের সান্নিধ্যের বিকল্প নেই

ছিপাতলী আলীয়ার ৪৫তম সালানা জলসা শুরু

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের হাটহাজারীতে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদরাসার ৪৫তম সালানা জলসার প্রথম দিবসের মাহফিল গতকাল (শুক্রবার) আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাষ্ট) বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী সভাপত্বিতে গাউছিয়া আজিজিয়া জামে মসজিদে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মুহাম্মদ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। সূফি মিজানুর রহমান বলেন, আল্লাহ ও রাসূলের (সাঃ) সন্তোষ্টি অর্জন করতে হলে আউলিয়া কেরামদের সান্নিধ্যের বিকল্প নেই। তিনি বলেন- ছিপাতলী আলীয়া মাদরাসা সত্যিকার কোরআন-হাদিসের শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে। মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ শফিউল আজম, ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, উপধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ, মুহাদ্দিস আল্লামা একেএম ইউসুফ, মাওলানা মোঃ কামাল উদ্দিন, মাওলানা মোঃ শফিউল আলম আজিজি, অধ্যক্ষ মাওলানা মোঃ লোকমান চিশতী, অধ্যাপক মাহফুজুল হক, অধ্যাপক আলী আজগর প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আজম। আজ শনিবার সমাপনী দিবস সকাল ১০টায় শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন