শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খারাপ মানুষের ভালো কাজ আল্লাহ্ কবুল করেন

মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

আনোয়ার হোসেন জসিম, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 শ্রীমঙ্গল ইসলামী যুব পরিষদের উদ্দ্যোগে গত রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠে ৯ম ইসলামীক সুন্নী মহা-সম্মেলনের প্রধান অতিথি’র আলোচনায় মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, ‘আল্লাহ্ নবী’র হাদিস থেকে জানা যায়, একজন ব্যাভিচারী মহিলা রাস্তায় যাওয়ার পথে দেখেন একটা কুকুর পানির পিপাসায় মারা যাচ্ছে। মহিলা নিজের ওড়না ভিজিয়ে ঐ কুকুর’টার মূখে পানি দিয়ে জীবন রক্ষা করার কারনে আল্লাহ্ ব্যাভিচারী মহিলাকে ক্ষমা করে দেন। দয়াময় আল্লাহ্ মানুষের ভাল কাজ গুলো কবুল করেন।’ তিনি আরো বলেন, ‘মানব জাতির জন্য আদর্শ রুপে রাসূল (সা.) আগমন করেছেন। রাসূল (সা.) উম্মতদের জন্য উত্তম আদর্শ। রাসূল (সা.) সর্বদা সাদা-সিধা জীবন-যাপন করতেন। সাহাবীরা মহানবী (সা.) -এর আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। ফলে দুনিয়ার ইতিহাসে তাদের আদর্শ সমাজ, রাষ্ট্র পরিচালনা, সমাজ ব্যবস্থা ও সুশাসনের দৃষ্টান্ত ইতিহাসে আছে। পার্থিব জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য সর্বত্র মহানবী (সা.)-এর সুন্নাত ও আদর্শ বাস্তবায়নের আহ্বান করেন তিনি।’ তিনি বলেন, ‘রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর অবদান অনেক। ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য ছাত্র সমাজ আজ তালামীয়ে ইসলামিয়ার পতাকাতলে শামিল হয়েছেন।’ সাবেক উপজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব মো. আছকির মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ, মাওলানা মুফতি ড. মো. কাফিল উদ্দিন সরকার সালেহী। বাংলাদেশ ইসলামিক মিশনের মহাসচিব মাওলানা মো. আনোয়ার হোসেন সালেহী। মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, মাওলানা দেলওয়ার হোসেন খান, মাওলানা সাইফুল ইসলাম, ক্বারী মো. বেলাল আহমদ প্রমূখ। মুসলিম উম্মা’র শান্তি কামনা করে আখেরী মোনাজাত করেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, প্রজন্মের ইসলামিক গবেষক ঢাকা বিশ্ববদ্যিালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা হাই-কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন