অবৈধভাবে চাঁদা তোলার প্রতিবাদে বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। আজ বুধবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।
কুয়াকাটাগামী এক পর্যটক মো. আল-আমিন বলেন, আমরা চার বন্ধু আজ বুধবার কুয়াকাটা যাওয়ার জন্য পটুয়াখালী এসেছিলাম। কিন্তু ধর্মঘটের কারণে কুয়াকাটা যেতে পারছি না। অনেক ঝামেলায় পড়ে গেলাম।
বরিশাল থেকে আসা যাত্রী মো. মিরাজুল ইসলাম বলেন, সকালে পরিবার নিয়ে বরিশাল থেকে কলাপাড়া যাওয়ার জন্য রওনা হই। ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় যেখানে ৪০ টাকা বাস ভাড়া দিয়ে যাওয়া যেত সেখানে অটো, মাহিন্দ্র ও মোটরসাইকেলে ৮০ থেকে ১০০ টাকা নিচ্ছে। অন্যদিকে ৫ টাকার ট্রলার ভাড়া নিচ্ছে ২০ টাকা। সব দিকে আমরা যাত্রীরাই হয়রানির স্বীকার হচ্ছি।
সম্রাট পরিবহনের চালক মো. দুলাল গাজী বলেন, আমাদের লাভের জন্য নেতারা ধর্মঘটের ডাক দিয়েছে। তাই আমরা ধর্মঘট পালন করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন