ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মহাসড়কের খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তা মেরামতে মন্ত্রণালয়ের আশ্বাসের পর রোববার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর মালিক সমিতি।
এর আগে জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাকা এই পরিবহন ধর্মঘটে রোববার সকাল থেকেই সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, গাজীপুর থেকে টঙ্গী রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা মেরামতের দাবিতে সকাল থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়ি ভাড়া করে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হয় যাত্রীদের।
তবে ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকামুখী সকল দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও এর কোনো প্রভাব পড়েনি গাজীপুরে। সকাল থেকে ঢাকামুখী সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন