পাকিস্তানের লাহোরে একটি পুলিশ ঘাঁটির সামনে আত্মঘাতী বোমা হামলায় চার পুলিশ সদস্যসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৭ জন। স্থানীয় সময় গত বুধবার এশার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে বলে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের হামলাকে প্রাথমিকভাবে পূর্বপরিকল্পিত মনে করা হলেও পরে জানা গেছে যে পুলিশকে লক্ষ্য করে মোটরসাইকেলে এগিয়ে গিয়ে শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। পুলিশ ঘাঁটিসহ সেখানে একটি ধর্মীয় সংগঠনের দপ্তর হওয়ায় তাদের লক্ষ্য করেও হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সময় গত বুধবার এশার নামাজের পর ওই সংগঠনের বেশিরভাগ সদস্য রাস্তায় অবস্থান করছিলেন। ঠিক তখনই বিস্ফোরিত হয় বোমাটি। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন