শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এক বছর পর প্রকাশ হচ্ছে পড়শীর নতুন গান

অভি মঈনুদ্দীন | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রায় এক বছর আগে জুয়েল মোরশেদ ও পড়শী’র গান ‘মন ভুইলা’ প্রকাশিত হয়েছিলো। এবার ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নতুন একটি গান নিয়ে শিগগিরই পড়শী তার ভক্তদের মাঝে হাজির হতে যাচ্ছেন। তিনি একক গান নিয়ে হাজির হচ্ছেন। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর আগে পড়শীর সঙ্গে ‘মন ভুইলা’তে সহশিল্পী জুয়েল মোরশেদ থাকলেও এবার তিনি পড়শীর গানের সুর সঙ্গীত করেছেন। গানের শিরোনাম হচ্ছে ‘রাস্তা’। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। নতুন গান প্রসঙ্গে পড়শী বলেন, ‘গানটির কথা এবং সুর সঙ্গীতায়োজন খুব ভালো হয়েছে। তাছাড়া এই গানের মিউজিক ভিডিওতেও আমাকে নতুনভাবে দর্শক দেখতে পাবেন। গানটি নিয়ে খুব আশাবাদী।’ ধ্রুব মিউজিক স্টেশন জানায়, এ সপ্তাহেই গানটি তাদের নিজস্ব চ্যানেলে প্রকাশ করা হবে। এদিকে পড়শী আগামী ২২মার্চ উত্তরা ক্লাবে, ২৪ মার্চ গাজীপুরে স্টেজ শোতে অংশ নিবেন। শুধু গান নিয়েই যে পড়শী ব্যস্ত রয়েছেন এমনটি নয়। গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন পড়াশুনা নিয়েও। রাজধানীর ধানমন্ডির একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে জার্নালিজমে অনার্স করছেন। এছাড়া ব্রিটিশ কাউন্সিলে ইংরেজিতে বিশেষ শিক্ষা নিচ্ছেন। উল্লেখ্য, পড়শীর সর্বশেষ মিউজিক ভিডিও ‘মন ভুইলা’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন তানজীব সারোয়ার এবং সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। এটি প্রকাশিত হয়েছিলো সিডি চয়েজের ব্যানারে। পড়শীর নিজস্ব ব্যান্ডদল রয়েছে, নাম বর্ণমালা। পড়শীর প্রথম একক অ্যালবাম ‘পড়শী’ ২০১০ সালে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে। এরপর বাজারে আসে ‘পড়শী-২’, ‘পড়শী-৩’ অ্যালবাম দুটি। এই দুটি বাজারে আনে গীতাঞ্জলি।
ছবিঃ পড়শী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন