ইনকিলাব ডেস্ক : ইরাকে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন মার্কিন সেনা ছিল বলে জানা গেছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি। গতকাল শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হয়, ইরাকের আনবার প্রদেশের আল-কাইম শহরের কাছে একটি এইচএইচ-৬০ পেভ হক্ মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলকপ্টারটিতে সাত জন আরোহী ছিলেন। তারা সবাই মার্কিন সেনাবাহিনীর সদস্য। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এবং হতাহতের সংখ্যা জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন সামরিকবাহিনীর তথ্যমতে, আইএস নির্মূলের জন্য ইরাকে বর্তমানে প্রায় পাঁচ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন