শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভালুকায় বিনামূল্যে চক্ষুশিবির

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা :
ভালুকায় লায়ন্স ক্লাব অব ঢাকার উদ্যোগে গতকাল শুক্রবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরোমে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরে প্রায় ৭০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ দেয়া হয়।
ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকার সভাপতি লায়ন ডা. মোহাম্মদ সাইফুল, লায়ন রেহেনা পারভীন, লায়ন ওয়াহিদা শারমিন, লায়ন মাহমুদ খান বিজু, লায়ন রিয়াসাদ ইসলাম, লায়ন সাহিদ খান, লায়ন হায়দার, স্কুলের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী ও ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম প্রমুখ। লায়ন রিয়াসাদ ইসলাম জানান, ৭০০ রোগীর মাঝে ১০০ রোগীকে বিনা খরচে লায়ন্স ক্লাব অব ঢাকার হাসপাতালে অপারেশন করা হবে। এ ছাড়াও ২০০ রোগীর ডায়াবেটিকস পরীক্ষা শেষে চিকিৎস্যা দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন