ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর ধর্মপুর কিল্লা দিঘী এলাকায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের দেয়া পেট্রোল আগুনে পুড়ে গেল প্রাইভেটকার ও ক্যাবল নেটওয়ার্কের যন্ত্রপাতিসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত আড়াইটার সময় ডিজি কমের পিডি এল ক্যাবল নেটওয়ার্ক অফিসের সাটারের তালা ভেঙে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তখন মালিক মোঃ দাউদ মিয়া হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পায়। পরক্ষনে তিনি বাসা থেকে বের হয়ে দেখে তার ক্যাবল নেটওয়ার্কের অফিসের ভিতরে প্রাইভেটকারটি আগুনে জ্বলে যাচ্ছে। তার চিৎকারে লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ডিজি কমের পিডি এল ক্যাবল নেটওয়ার্ক অফিসের সকল মালামাল ও প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে যায়। সেলিম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আমি দাউদ মিয়ার চিৎকার শুনে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি পিকআপ ও একটি মাইক্রোবাস আমাকে দেখে একটা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে পিডি এল নেটওয়ার্ক ক্যাবলের মালিক মোঃ দাউদ মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমার অফিসের সাটারের তালা ভেঙে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে আমার একটি প্রাইভেটকার ও ক্যাবল নেটওয়ার্ক এর অনেক মেশিন ও যন্ত্রপাতি পুড়ে যায়। যার অনুমান মূল্য ৪০ লক্ষ টাকা। রাতে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলগাজী থানার উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন