শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বরগুনায় শিলা বৃষ্টি রবি শস্যের ব্যাপক ক্ষতি

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বরগুনা জেলা সংবাদদাতা

বরগুনার বামনায় গত বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী উপজেলার চালিতাবুনিয়া, চেচাঁন, গুদিঘাটা, লক্ষীপুরা, জয়নগর, বলইবুনিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টি হয়। এতে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। বিশেষ করে তরমুজ, ফুইট, মরিচ, বাদামসহ বিভিন্ন রবি শস্যের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। শিলাবৃষ্টির কারণে রবি শস্যের ব্যাপক পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। চালিতাবুনিয়া গ্রামের কৃষক লাল মিয়া জানান আমি পঁচিশ বছরেও এ রকম শিলা বৃষ্টি দেখি নাই। এ শিলা বৃষ্টির কারণে আমার রবি শস্যের অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিষার সিএম রেজাউল করীম জানান এ ধরনের শিলা বৃষ্টিতে রবিশস্যের অনেক ক্ষতি হয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন