শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

না’গঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা ও ব্যানার ছিনিয়ে নিয়েছে পুলিশ। নগরের দেওভোগ হৃদম প্লাজা থেকে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা নগর বিএনপি কার্যালয়ের সামনে মিছিল নিয়ে আসলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ব্যানার নেয়া কালে নেতাদের সাথে ধস্তাাধস্তি হয়। জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন নেতৃত্বে সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মেদ, ফতুল্লার থানা যুবদলের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, এনায়েতনগর ইউনিয়নের যুবদলের সভাপতি মনির হোসেন, জুম্মনসহ শতাধিক নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন