শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

দুই ইসরাইলি সেনা নিহত

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বাধীনতাকামী এক ফিলিস্তিনি নাগরিকের গাড়ির ধাক্কায় দুই দখলদার ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়াও, একই ঘটনায় আহত হয়েছেন তিন ইসরাইলি সেনা। জেনিন শহরে এই ঘটনা ঘটে। ওই ফিলিস্তিনি নাগরিক ঘটনার পর পরই গাড়ি নিয়ে এলাকা থেকে উধাও হতে সক্ষম হন। অবশ্য কোনো কোনো ইসরাইলি সূত্র জানিয়েছে, ইসরাইলি সেনাদের হতাহতের সঙ্গে জড়িত ওই ফিলিস্তিনি গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম দিনকে দিন জোরদার হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী বলে ঘোষণা করার পর থেকে সামপ্রতিক সময়ে ফিলিস্তিনিদের দখলদার-বিরোধী সংগ্রাম নতুন করে উজ্জীবিত হয়েছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাহাদত ১৯ মার্চ, ২০১৮, ১০:৩৮ এএম says : 0
সময় হলে কিছু বলব
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন