শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১ বাড়িঘর ভাঙচুর

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুরে এলাকার অধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় হাজী আলী খাঁ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামে এ এ ঘটনা ঘটেছে। নিহত হাজী আলী খাঁ মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের মৃত রুস্তুম আলী খাঁর ছেলে। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। থেমে থেমে চলা এ সংঘর্ষে জাকির চৌকদারসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। জাকিরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে। এ সময় ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, ওই গ্রামের ইয়াদ আলী ও টিটু মোল্লার মধ্যে গ্রামের অধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। আজ সকাল সাড়ে ৯টার দিকে টিটু গ্রুপের লোকজন ইয়াদ আলী গ্রুপের আলী খাঁর উপর হামলা চালিয়ে মাারপিট করে। এতে ঘটনা স্থলেই আলী খাঁ মারা যায়। মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন আলী খাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জানিয়েছেন এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন