বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি ভিজানো-শুকানো প্রযুক্তিতে সেচ- কালাইয়ে বোরোর বাম্পার ফলনের আশা কৃষকের

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কালাই (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে’র (বিএমডিএ) প্রকল্পভুক্ত গভীর নলকূপগুলোর স্কীম এলাকায় আধুনিক পদ্ধতি এডব্লিউডি অর্থাৎ মাঠের জমি ভিজানো-শুকানো প্রযুক্তিতে সেচ কাজ পরিচালনা করায় চলতি মৌসুমে বোরার বাম্পার ফলনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে বিএমডিএ গভীর নলকূপের স্কীমে বোরো ধান চাষ করা হয়েছে ২ হাজার ২৫০ হেক্টর জমিতে। বিএমডিএ সূত্রে জানা গেছে, উপজেলায় এডব্লিউডি আধুনিক প্রযুক্তিতে এবার ৫৫টি গভীর নলকূপে সেচ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ তালিকায় আছে কালাই পৌরসভার ৬টি, পুনট ইউনিয়নের ৫টি, উদয়পুর ইউনিয়নের ১৩টি, মাত্রাই ইউনিয়নের ১৫টি, জিন্দারপুর ইউনিয়নের ৬টি ও আহম্মেদাবাদ ইউনিয়নের ১০টি বিএমডিএ গভীর নলকূপ। সরেজমিন দেখা যায়, কালাই পৌরসভাসহ উপজেলা ৫টি ইউনিয়নের ইরি-বোরো ধান ক্ষেতে কৃষকরা বিএমডিএ গভীর নলকূপ স্কীম এলাকাগুলোতে এডব্লিউডি পদ্ধতিতে সেচ কাজ ও পরিচালনা করে সুফল পাচ্ছেন। এ পদ্ধতিতে সেচ দিয়ে একদিকে পানির অপচয় রোধ হচ্ছে; অন্যদিকে স্বল্প খরচে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দেয়ায় কৃষকরা বেশ উৎফুল্ল। পৌরসভার থুপসারা মহল্লার বোরো চাষি আব্দুল মোমিন আকন্দ জানান, তিনি এবার বিএমডিএ’র গভীর নলকূপ স্কীমে ৭ বিঘা বোরো ধান ক্ষেতে এডব্লিউডি পদ্ধতিতে সেচ দিয়ে কম খরচে বাম্পার ফলন প্রত্যাশা করছেন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৩ হাজার ৫৫৩ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ পর্যন্ত লক্ষমাত্রার চেয়ে ৪২২ হেক্টর জমিতে বেশি অর্জিত হয়েছে বোরো আবাদ। বিএমডিএ কালাই জোনের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম বলেন, কৃষকদের একটি ভুল ধারণা আছে- বোরো ধান ক্ষেতে যতো বেশি পানি দেয়া যায়, ফলনও ততো বাড়ে। কিন্তু গবেষণায় দেখা গেছে, ভিজানো-শুকানো পদ্ধতিতে বোরো ধান চাষে অধিক ফলন পাওয়া যায়। এ ব্যাপারে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন