বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইসলামী ঐক্যজোট দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়

ইটাখোলার জনসভায় নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নরসিংদী থেকে সরকার আদম আলী: ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেছেন, সমাজে মাদক সন্ত্রাস অপরাধ প্রবনতা বেড়েই চলেছে। সর্বত্র নৈতিক অবক্ষয় অশ্লীলতা অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। নেতৃবৃন্দ বলেন, এমতাবস্থায় ইসলামই দেশ ও জাতির মঙ্গলাকাঙ্খী হতে প্রণোদনা জোগায়। নেতৃবৃন্দ বলেন এদেশের সংখ্যাগরিষ্ঠ গণজনতার পরম আকাংখা হচ্ছে ইসলামী শাসন। আমাদের বাংলাদেশিত্ব ও ইসলাম ধর্মই আমাদের জাতিসত্তার অস্তিত্বের শর্ত। ইসলাম ধর্ম আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের গ্যারান্টি। তাই ইসলামী ঐক্যজোট দেশে ইসলামী শাসনের সোনালী অধ্যায় সৃষ্টি করতে চায়।
ঢাকা-সিলেট রোডের ইটাখোলা বাসস্ট্যান্ড চত্বরে সম্প্রতি ইসলামী ঐক্যজোট শিবপুর উপজেলা শাখা আয়োজিত জনসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এইচ এম হারিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। বক্তব্য রাখেন, জোটের সহকারী মহাসচিব মাওলানা একেএম আশরাফুল হক এবং তথ্যও গবেষণা সচিব আলহাজ্ব মোঃ ওবায়দুল হক। আরো বক্তৃতা করেন মাওলানা মুজিবর রহমান, হাফেজ আবদুল কাইয়ূম, মাওলানা রহিম উদ্দিন, রফিকুল ইসলাম, মাওলানা যোবায়ের হোসেন, ইসলামী ছাত্র সমাজের সভাপতি হাফেজ নুরুজ্জামান প্রমুখ। সভাশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rayhan ২০ মার্চ, ২০১৮, ১:০৬ পিএম says : 0
পরিবত'ন গায়েবই ভাবে আসবেনা। ঐক্যমতের ভিত্তিতে স্হির লক্ষ্য সঠিক গন্তব্যে পৌছাতে পারে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন