শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আনোয়ারায় ৫৬ জলমহাল পাচ্ছেন প্রকৃত জেলেরা

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারায় প্রথমবারের মতো ৫৬টি জলমহাল ইজারা পাচ্ছেন প্রকৃত জেলেরা। গতকাল সোমবার উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আট ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫৬টি জলমহাল আছে। এসব জলমহাল আগে কখনো ইজারার আওতায় আসেনি। এগুলো স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে টাকার বিনিময়ে মাছ ধরতেন জেলেরা। কিছু কিছু জলমহাল প্রভাবশালীদের লোকেরাও নিয়ন্ত্রণ করতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে প্রকৃত জেলেদের মধ্যে অসন্তুষ্টি চলে আসছিল। তাদের দাবি ছিল, এসব জলমহাল প্রকৃত জেলেদের হাতে তুলে দেয়া হোক।
এদিকে, গতকাল সোমবার দুপুরে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবদুল মোমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরওয়ার আলম, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি দুলাল দাশ ও সাধারণ সম্পাদক কৃষ্ণ দাশ প্রমুখ। এতে আগামী এক বছরের জন্য এক হাজার ও দেড় হাজার টাকার টোকেন মূল্যে এসব জলমহাল প্রকৃত জেলেদের হাতে ইজারা দেয়া হয়। শীঘ্রই তাদের হাতে এসব জলমহালের অধিকারপত্র তুলে দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন