জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, কাঠামোবদ্ধভাবে ফিলিস্তিনি শিশুদের বন্দিত্ব যাপনে বাধ্য করছে ইসরাইল। এর মধ্য দিয়ে ওই শিশুদের স্বাধীনতা হরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেছে ওই সংস্থা। জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী কারাবন্দি করা হলো শিশুদের শাস্তি দেওয়ার সর্বশেষ উপায়। কিন্তু ইসরাইল প্রতিনিয়ত শিশুদের আটক করার মাধ্যমে স্বাধীনতা হরণ করছে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে কর্মকর্তারা ফিলিস্তিনি শিশুদের নির্বিচার গ্রেফতারের নিন্দা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর থেকে এসব কথা জানা যায়। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন