বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বাংলা চ্যানেলে নতুন রেকর্ড

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ষড়জ অ্যাডভেঞ্চার এবং এক্সট্রিম বাংলা আয়োজনে প্রয়াত কাজী হামিদুল হক স্মরণে গত ১৯ মার্চ ১৩তম বারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলা চ্যানেল সুইমিং ২০১৮’। ‘ফরচুন বাংলা চ্যানেল সুইমিং ২০১৮’ শিরোনামে এবারের এ প্রতিযোগিতায় ২৮ জনের ভিতর ১৮ জন সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। ভোজ্যতেল বাজারজাতকারী কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) এর জনপ্রিয় ব্র্যান্ড ফরচুন এই ইভেন্ট স্পন্সর করেছে। আদানি উইলমার লিমিটেড-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে বিইওএল ফরচুন রাইস ব্র্যান অয়েল এবং ফরচুন বাসমতি চাল বাজারজাত করছে। ২০০৬ সালের ১৪ জানুয়ারি বাংলা চ্যানেলের যাত্রা শুরু। এ চ্যানেল টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার দীর্ঘ পানি পথ। এটির স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রয়াত কাজী হামিদুল হক। প্রতি বছরই এ আয়োজন করা হয়ে থাকে এবং ধীরে ধীরে এটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি পায়। সাঁতারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এর সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ আবদুল্লাহ আল মুহিন । -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন