শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

যুব অলিম্পিকেও প্রতিপক্ষ ওমান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আগামী বছরের ৬ থেকে ১৮ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিক গেমস। গেমসের শ্যুটিংয়ে বাংলাদেশের অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়েছে। তরুণ শ্যুটার অর্ণব শাহরার লাদিফ এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতে যুব অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এবার হকিও এ আসরে অংশ নিতে চায়। যে লক্ষ্যে যুব অলিম্পিক গেমস হকির বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। আগামী ২৫ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিক গেমস হকির এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব। এতে অংশ নেবে ১২টি দেশ। তারা দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। শীর্ষস্থান পাওয়া দুই দল যোগ্যতা অর্জন করবে যুব অলিম্পিকে খেলার। বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ওমান, মালয়েশিয়া, পাকিস্তান থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। ‘এ’ গ্রুপে আছে- ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, কম্বোডিয়া ও সিঙ্গাপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন