শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

গারো মা-মেয়ে হত্যায় গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:২৫ পিএম

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে নিজ বাসায় গারো সম্প্রদায়ের দুই নারী হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় চারজনকে শেরপুরের নালিতাবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। র‍্যাব বলছে, গ্রেপ্তার হওয়া সঞ্জীব চিরান মূল পরিকল্পনাকারী।

গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন রাজু সাংমা, রবিন সাংমা ও শুভ শিষীন শান্ত।

নিহত দুই নারী হলেন সুজাতা চিরান (৪০) ও তার মা বেশথ চিরান (৬৫)। সঞ্জীব চিরান নিহত সুজাতার বোনের ছেলে। র‍্যাব বলছে, তিনি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

র‍্যাবের একটি সূত্রের তথ্যমতে, মূলত অর্থের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অর্থ পাওয়া যাবে—এই লোভেই সঞ্জীবসহ চারজন ওই বাসায় ঢুকেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
২২ মার্চ, ২০১৮, ৩:১৯ পিএম says : 0
দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন