শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রেইড

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

১৯৮১ সালের লখনৌ। এক সৎ আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) কর্মকর্তা অময় পটনায়েকের (অজয় দেবগন) এক অভিযানের গল্প। এই কর্মকর্তা তার সততা আর কর্মনিষ্ঠার জন্য সাত বছরের চাকরি জীবনে ৪৯ বার বদলী হয়েছে। ৫০তম বার বদলী হবার আগে সে যে এলাকায় কার্যভার পায় তারই এক অসৎ রাজনীতিক মানুষ রামেশ্বর সিং ওরফে তাউজি (সৌরভ শুক্লা)। নিজে সৎ বলেই তাউজির সঙ্গে বিরোধ সৃষ্টি হতে বেশি সময় লাগেনি অময়ের। গোপন সূত্রে সে খবর পায় তাউজি তার বিশাল প্রাসাদের কোনও এক জায়গায় প্রচুর অনাদায়ী করের অর্থ গচ্ছিত রেখেছে। কর বিভাগের কর্মী আর পুলিশ নিয়ে সে অভিযান চালায় তাউজির বাড়িতে। তাউজি চ্যালেঞ্জ করে অময় সফল হবে না। এক সময় লুকানো অবস্থায় বিপুল অর্থ পেয়েও যায়। কিন্তু তাউজির এলাকার ক্রুদ্ধ ভক্ত আর সশস্ত্র কর্মীদের মোকাবেলা করে শেষ পর্যন্ত সে কি নিরাপদে ফিরতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন