কাশ্মিরে বিদ্রোহী দমনের নামে পরিচালিত ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানে দুই পক্ষের ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন জঙ্গি দমনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ আর ৩ জন সেনা সদস্য। অপর ৫ জনকে পুলিশ জঙ্গি আখ্যা দিলেও তাদের বিস্তারিত পরিচয় জানায়নি। বন্দুকধারীদের পক্ষে এখনও কোনও বিদ্রোহী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। বন্দুকযুদ্ধ শেষ হলেও সেখানে নিরাপত্তা তল্লাশি চলমান থাকার কথা জানিয়েছে নিরাপত্তা সূত্র। কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকরণ হয়েছে। আল-জাজিরা, এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন