শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইরানের পরমাণু সমঝোতা মেনে চলবে ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকবে। গত বৃহস্পতিবার রাতে প্যারিসে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন জরুরি এবং ফ্রান্স এ ব্যাপারে ইউরোপীয় শরীকদের সঙ্গে একত্রে কাজ করবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এখন পর্যন্ত মার্কিন সরকার এ সমঝোতা মেনে চলেছে এবং প্যারিস আশা করছে, মার্কিনীরা এ ধারা অব্যাহত রাখবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি’সহ অন্যান্য ইউরোপীয় কর্মকর্তা সামপ্রতিক সময়ে ঘোষণা করেছেন, ইরানের পরমাণু সমঝোতা একটি আন্তর্জাতিক চুক্তি এবং বিশ্ব শান্তি বজায় রাখার স্বার্থে এটি বাস্তবায়ন জরুরি। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন