শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শাহ্চান্দ আউলিয়া মাদ্রাসায় ২০ শিক্ষার্থীর বৃত্তি

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : পটিয়া শাহ্চান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় ২০১৭ সালে অনুষ্ঠিত জেডিসি ও পিইসি পরীক্ষায় ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে জেডিসি পরীক্ষায় ৭ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। পিইসি ইবতেদায়ী পরীক্ষায় ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। পটিয়া উপজেলায় মাদ্রাসার জেডিসি পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে পটিয়া শাহ্চান্দ আউলিয়া ১৪ জন শিক্ষার্থী বৃত্তির কোটা দখল করেছে। এ উপলক্ষে গত শনিবার পটিয়া শাহ্চান্দ আউলিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে এক শুকরিয়া মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মুখতার আহমেদ, মাদ্রাসা কমিটির অভিভাবক সদস্য এস. এম. বোরহান উদ্দীন নূরী, মাদ্রাসার সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ আবদুস শাকুর, আরবী প্রভাষক হামিদুল হক। শুকরিয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুখতার আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন