শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইলিশ লাগবে জাটকা ইলিশ

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

চাঁদপুর জেলা সংবাদদাতা : ইলিশের পোনা জাটকা রক্ষায় অভয়াশ্রম পালনে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দু’মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে জেলে নামধারী এক শ্রেণির দুষ্কৃতকারী নদীর বিভিন্ন স্থানে গোপনে জাটকা নিধন করছে। যাদের যোগসাজশে জাটকা শিকার করছে তারা থাকছে ধরা-ছোঁয়ার বাইরে। প্রতিদিন চিহ্নিত কিছু লোক চাঁদপুর শহরের পুরাণবাজার দাতব্য চিকিৎসালয়ের দক্ষিণ পাশ হতে মেঘনা নদীর হরিসভা, রনাগোয়াল, বাবুর্চিঘাট, টাওয়ার ঘাট, মিজি বাড়ির পিছনে, বড়স্টেশন, ক্লাব রোড, টিলাবাড়ি, যমুনা রোড, মাদ্রাসা রোড, বহরিয়া, ল²ীপুরসহ দক্ষিণের অনেক এলাকায় জাটকা শিকার করে গ্রামে-গঞ্জে এমন কি শহরের পাড়া মহল্লায় বিক্রি করছে। ভোরের সূর্য উঠার সাথে সাথে ফেরি করে জাটকা বিক্রি করা হয়-‘এই ইলিশ লাগবে, জাটকা ইলিশ’। জাটকা বিক্রির এমন দৃশ্য এখন ওপেন সিক্রেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন