শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতপুরে গণহত্যা দিবস পালন

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর কলেজ গণহত্যা দিবস পালন করেছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় দৌলতপুর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আজিজুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদা খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম ও ছাত্রনেতা সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন, ফিলিপনগর পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান। আলোচনা সভা সঞ্চালন করেন প্রভাষক শরীফুল ইসলাম। গণহত্যা দিবসের আলোচনা সভায় ১৯৭১ সালে ২৫ মার্চ কালরাত্রির ভয়াল সেই দিনের কথা তুলে ধরেন অতিথিবৃন্দ। আলোচনা শেষে গণহত্যা দিবসের ওপর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন