বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উলিপুরে প্রায় ৬১ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার- ১

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রমের উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬১ হাজার টাকার জাল নোটসহ মাহাবুব হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত রোববার রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বান্নিরচর মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ যানায়, দলদলিয়ার তেঁজারমোড় থেকে ঠুটাপাইকড় গামী রাস্তার দক্ষিণ পার্শ্বে মেলার মাছ বাজারে ওই ব্যক্তির চলাফেরায় সন্দেহ হলে উলিপুর থানার এস আই আতাউর রহমান সঙ্গীও ফোর্সসহ তার অবস্থান ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চান। এসময় সে সন্তোষজনক জবাব দিতে না পারায় তার শরীর তল্লাশী করে ৬০ হাজার ৫’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। মাহাবুব হোসেন পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার ডনডনিয়া গ্রামের খলিল পেদারের পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে উলিপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। যার নং ৩৪, তাং ২৫-০৩-১৮ইং। মামলার বাদী এস আই আতাউর রহমান জানান, এই জাল নোট সরবরাহকারী চক্রের ৭-৮জনের একটি দল প্রায় ৩০ লাখ টাকার (১ হাজার ও ৫’শ টাকার) জাল নোটসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাধারণ মানুষকে প্রতারনা করার উদ্দেশ্যে অবস্থান করছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন