শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

মানোন্নয়ন পরীক্ষায় গুরুত্ব দেয়া হোক

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সেশনজট নিরসনে এ প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ করে যাচ্ছে। বলা চলে এখন আর জট নেই। কিন্তু অতি দুঃখের বিষয়, ইয়ার চেঞ্জ পরীক্ষায় যেসব ছাত্রছাত্রী এক বা একাধিক বিষয়ে ফেল করে পরবর্তী বছরে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশ নেয়, তাদের খাতা যথাযথভাবে মূল্যায়িত হয় না। এর ফলে অনেক মেধাবী শিক্ষার্থী একাধিকবার পরীক্ষা দিয়েও পাস করতে পারছে না। যে শিক্ষার্থী প্রথম বর্ষে এক বিষয়ে ফেল করেছে, সে চতুর্থ বর্ষ অতিক্রম করছে; কিন্তু একাধিকবার পরীক্ষা দিয়েও প্রথম বর্ষের ওই সাবজেক্টে পাস করতে পারছে না। এতে সময়, টাকা আর মেধার অপচয় হচ্ছে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থী তার ক্যারিয়ার সম্পর্কে সচেতন। এ অবস্থায় ভুক্তভোগীরা চাকরির প্রস্তুতি বা অন্যান্য কাজে সময় দিতে পারছে না। তাদের মধ্যে কেবল হতাশা। বোর্ড বা কলেজে গিয়েও কোনো লাভ হচ্ছে না। সুতরাং বোর্ড পরীক্ষাসহ ইমপ্রুভমেন্ট পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হোক, যাতে শিক্ষার্থীরা কোনো রকম হয়রানি ছাড়াই উচ্চশিক্ষার বাতি জ্বালাতে সক্ষম হয়।
আল আমীন
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন