গাইবান্ধা জেলা সংবাদদাতা
মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোসহ সরকার নির্ধারিত নীতিমালা তৈরির দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পোল্ট্রি খামার মালিক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সহস্রাধিক পোল্ট্রি খামার মালিক এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, মিজানুর রহমান টিটু, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সিন্ডিকেট করে হ্যাচারি মালিকরা দীর্ঘদিন যাবৎ মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কয়েকগুণ হারে বৃদ্ধি করেছে। এতে করে দেশের উত্তরাঞ্চলের শুধু গাইবান্ধায় ১০ হাজার খামারের ওপর এর প্রভাব পড়ে। পোল্ট্রি মালিকরা ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের অনেক খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। বক্তারা অবিলম্বে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোর দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন