স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা আট ভরি স্বর্ণালংকারসহ নগদ ১০ হাজার লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে। গতকাল শনিবার ভোর রাত ২টার দিকে শহরের কাটিয়া আনন্দপাড়ার মৃত দুলাল অধিকারীর ছেলে কম্পিউটার ব্যবসায়ী সুকুমার অধিকারীর বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। ব্যবসায়ী সুকুমার অধিকারী জানান, একদল ডাকাত রাত ২টার দিকে জানালার গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর তারা তাকে বেঁধে ফেলে। তার মা শেফালি অধিকারী বাধা দিলে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারী ভেঙে আট ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন