সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে ১১ জন মাদসেবীকে সাজা ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এই রায় দেন। পুলিশ জানায়, শহরের বিভিন্ন স্থান থেকে গাঁজা ও অন্যান্য মাদকসেবনের দায়ে ১১ জনকে আটক করে গতকাল শনিবার বেলা ১২টার সময় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এর মধ্যে ২ জনকে ২ হাজার টাকা করে জরিমানা ও ৯ জনকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। শহরের হাতিখানার শাহ আলমের ছেলে মিজানুর রহমান ও একই এলাকার আহাদ আলীর ছেলে মোকারম হোসেনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া বাঁশবাড়ির মোস্তফার ছেলে আকতার, শমসের আলীর ছেলে বাদশা, জিলানীর ছেলে আযম, সামসুদ্দিনের ছেলে মুরাদ, সাহেপাড়ার ইব্রাহিমের ছেলে আবিদ, নুতন বাবুপাড়ার গোলাম রসুলের ছেলে মাহবুব খান, শাকিলের ছেলে আকতার, রসুলপুরের হামিদুলের ছেলে মাহারুল, সাদ্দাম, কয়া গোলাহাটের ইয়াকুব আলীর ছেলেআইয়ুব আলী (১৮)-কে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন