উত্তর : শেষ বিচারের দিন বান্দার কর্ম ও উক্তিসমূহ আল্লাহর নির্দেশমতো দেহ ধারণ করবে, তারপর তা পরিমাপ করা হবে। (উমদাতুল কারী : ১৬/৭৩৭)। মোট কথা, আখেরাতে আমলসমূহকে দৈহিক রূপ দেয়া হবে অথবা কোনো দেহে এগুলোকে প্রবিষ্ট করানো হবে। বাধ্য অনুগত বান্দাদের আমলসমূহ স্ন্দুর সুশ্রীরূপে এবং অপরাধী অবাধ্য বান্দাদের আমলসমূহ বিশ্রীরূপে পরিদৃশ্য হবে। তারপর তা ওজন করা হবে (ফাতহুল বারী : ১৩/৬৫৯)।
উত্তর দিচ্ছেন : এ. কে. এম. ফজলুর রহমান মুন্শী ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন