শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাজিতপুরে সন্ত্রাসী হামলায় মা ও ছেলে আহত বাড়িঘর ভাঙচুর

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে শফিকুল ইসলামের স্ত্রী নুরুন্ন্হার (৪৫) ও শিশু পুত্র হোসেন (৭) কে গুরুতর আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়। সে সময় পরিবারের অন্যান্য সদস্যরা প্রাণ ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। সন্ত্রসীরা শফিকুল ইসলামের বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্রসহ টিভি, বিদ্যুতের মিটার এমনকি টিউবওয়েলও ভেঙে ফেলে। সন্ত্রাসীদের ভয়ে পরিবার নিয়ে শফিকুল ইসলাম পালিয়ে বেড়াচ্ছেন। হামলায় নেতৃত্ব দেয় সুজন, ডালিম, মেজবাহ, সালাউদ্দিন, নুর মিয়া, বাবুল মিয়াসহ ২০/৩০ জনের একটি সন্ত্রাসীদল। গ্রামবাসীরা জানায়, গত শুক্রবার সকালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শফিকুল ইসলাম ও সালাউদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার সময় সন্ত্রাসীরা শফিকুল ইসলামকে ধরে নিয়ে যায় বলে তার পরিবারকে জানান, এ খবর পাওয়ার পর বিষয়টি স্থানীয় এমপি মো. আফজাল হোসেনকে অবহিত করা হলে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মোস্তাফিজুর রহমানকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের দুই জনকে থানায় নিয়ে আসে। পরে আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান থানায় স্বাক্ষর দিয়ে তাদের নিয়ে আসেন। কিছুক্ষণের ভিতরই প্রতিপক্ষের লোকজন শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। উল্লেখ্য, শফিকুল ইসলাম ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন