শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিগগিরই রাঙামাটি পাবলিক কলেজের নিজস্ব ক্যাম্পাসে পাঠদান শুরু হবে

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রতারণার আশ্রয় নিয়ে ভূয়া কাগজপত্র দাখিলের মাধ্যমে টেন্ডার কাজ ভাগিয়ে নিয়ে রাঙামাটি পাবলিক কলেজ ভবন নির্মাণ কাজ বাস্তবায়নকারি ঠিকাদারী প্রতিষ্ঠান ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মধ্যে চলা আইনী জটিলতার কারণে গত তিনটি বছর চরম দুর্ভোগের মাঝেই রাঙামাটি পাবলিক কলেজের শিক্ষার্থীরা তাদের পাঠ কার্যক্রম চালিয়ে আসছে। রাঙামাটি শহরের একটি কমিউনিটি সেন্টারে অস্থায়ী ক্যাম্পাসে চলে আসছে কলেজের পাঠদান কার্যক্রম। এমতাবস্থায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আশার বাণী শুনিয়ে খুব শীঘ্রই পাবলিক কলেজের নিজস্ব ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। তিনি জানালেন, শহরের আসামবস্তীতে কলেজের নিজস্ব জায়গায় একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে কমিউনিটি সেন্টারের দুঃসহ পরিবেশ থেকে কলেজের ছাত্র-ছাত্রীরা মুক্তি পাবে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পাবলিক কলেজের এবছরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পাবলিক কলেজের সভাপতি ও জেলা প্রশাসক এই আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন