নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি নেতা কর্মীদের মিছিলে লাঠি চার্জ চালায় পুলিশ। জানা যায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার নিজ এলাকায় আসে। গতকালবিকেলে দলীয় কার্যলয়ের সামনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ব্যারিস্টার খোকনকে সংবর্ধনা জানায়। পরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে দলীয় নেতা কর্মীরা মিছিল বাহির করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে মিছিল পন্ড করে দেয়। ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেন, গণতান্ত্রিক পক্রিয়ায় শান্তিপূর্ণভাবে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মিছিল বের করলে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন