নিরাপত্তা বাহিনীর অভিযানে আট জন নিহতের ঘটনায় কাশ্মীরজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। বিশেষ করে দক্ষিণ কাশ্মীরে বিক্ষোভের তীব্রতা পরিলক্ষিত হচ্ছে। এসব বিক্ষোভ থেকে পাথর ছুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানের পাল্টা জবাব দেওয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীরের ভারতীয় নিরাপত্তা বাহিনীর পৃথক দুই অভিযানে আট জন নিহত হয়েছে। সে দেশের সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার রাতে সোফিয়া ও অনন্তনাগ জেলায় পরিচালিত অভিযানে তারা নিহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যেন বিক্ষোভের ডাক দিতে না পারে সেজন্য রবিবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। শ্রীনগর ও বানিহালের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা আল-জাজিরা’কে জানিয়েছেন, উপত্যকার গ্রামগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। ভারতীয় বাহিনীর অভিযানের লক্ষ্যবস্তু কাশ্মীরের মুক্তির জন্য লড়াই করা বিদ্রোহীদের সাহায্যের উদ্দেশ্যে তারা অভিযানস্থলের দিকে অগ্রসর হন। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে কাশ্মীরের পুলিশ প্রধান সায়াম প্রকাশ পানি জানিয়েছেন, শনিবার রাতে তারা উপত্যকার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়েছেন। এর মধ্যে রাতেই সোফিয়া ও অনন্তনাগ জেলায় পরিচালিত অভিযানে আটজন নিহত হয়েছেন। সেখানে অভিযান শেষ হয়েছে। তবে সোফিয়ান জেলায় এখনও অভিযান চলছে। হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিন ডজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে ভারতীয় বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠনগুলো। স্বতঃস্ফূর্তভাবে এতে সাড়া দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মানজুর আহমেদ নামের একজন গ্রামবাসী বলেন, নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণ করে। কয়েকজন তরুণের চোখে নিরাপত্তা বাহিনীর ছররা গুলি আঘাত করে। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন